জয়নিশানের শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম জীবন-যাপন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : আসুন আমরা এগিয়ে যাই অসহায় মানুষদের পাশে। যারা টাকার অভাবে শীতের পোশাক কিনতে পারে না। শীতে অনেক কষ্ট করে, আসুন আমরা ঐ সব মানুষদের পাশে যাই যারা টাকার অভাবে পেটের খুদায় রাস্তার পাশে পড়ে থাকে।
চট্রগ্রামের এর অন্যতম সামাজিক সংগঠন জয়নিশান এর সভাপতি নিজাম শাহারিয়ার নিজস্ব উদ্দ্যেগে প্রচন্ড শীত, তীব্র হাওয়ায়, ফুটপাতে মানুষ ঠান্ডার প্রকোপ থেকে সামান্য লাগব করতে শীতবস্ত্র বিতরণ করেন।


বিজ্ঞাপন