দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : ঝিনাইদহে দুস্থ ও অসহায় জনগণের জন্য বরাদ্দকৃত ত্রাণ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে যশোর জেলা কার্যালয় হতে বুধবার এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, শৈলকূপা, ঝিনাইদহ এর এক কর্মচারীর বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। ত্রাণের জন্য বরাদ্দকৃত ঢেউটিন দরিদ্রদের না দিয়ে নিজেদের মধ্যে বন্টন করা হয়েছে, এমন তথ্য অভিযানকালে পাওয়া যায়। এছাড়াও উল্লিখিত অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর প্রায় ১৭ বছর যাবত একই কর্মস্থলে অবস্থান করছেন এবং এর ফলে প্রভাব বিস্তার করে নানাবিধ অনিয়মের সাথে জড়িত রয়েছেন, এমনটি প্রমাণ পায় দুদক টিম। অভিযানে প্রাপ্ত অনিয়মসমূহ এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত অবৈধ সম্পদের তথ্যের বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।


বিজ্ঞাপন

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট ইউনিট হতে ১৪টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে। দপ্তরসমূহকে পত্র প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণপূর্বক প্রতিবেদনের মাধ্যমে কমিশনকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞাপন