ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮

চট্টগ্রাম

নিজস্ব প্রতিনিধি : নগরীরর ডবলমুরিং মডেল থানাধীন শেখ মুজিব রোডে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি দেশীয় তৈরী এল.জি, ০১টি কার্তুজ, ০৩টি ষ্টীলের টিপ ছোরা, ০২টি মিনি কাটার ও ০৮টি মোবাইল ফোন উদ্ধারসহ ডাকাত দলের ০৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

গত ১১/০২/২০২১ ইং ২১.৫০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডাবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহসীন, পিপিএম-বার এর নেতৃত্বে ডাবলমুরিং থানার টিম গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ শেখ মুজিব রোডস্থ চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে তাজুল ইসলাম @ তাজু (৩৬), তুষার হোসেন (২৫), মোঃ তপু (২২), হায়াত মাহমুদ জীবন (২৩), আনোয়ার হোসেন বাবু (২১), নাজমুল ইসলাম (২৮), আব্দুর রহমান রানা(২০) ও জনি শাহ (৩২) কে গ্রেফতার করেন। এ সময় তাদের হেফাজত হতে ০১টি দেশীয় তৈরী এল.জি, ০১টি কার্তুজ, ০৩টি ষ্টীলের টিপ ছোরা, ০২টি মিনি কাটার ও ০৮টি মোবাইল ফোন উদ্ধারসহ ডাকাত দলের ০৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

এই সংক্রান্তে ১। ডবলমুরিং মডেল থানার মামলা নং-১৩, তাং- ১২-০২-২০২১ ইং ধারা- ৩৯৯/ ৪০২ দঃবিঃ
২। ডবলমুরিং মডেল থানার মামলা নং-১৪, তাং- ১২-০২-২০২১ ইং ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইন; ১৯-A/১৯(f).
৩। ডবলমুরিং মডেল থানার মামলা নং-১৫, তাং- ১২-০২-২০২১ ইং ধারা- ৪১৩ দঃবিঃ রুজু করা হয়।