নিজস্ব প্রতিবেদক : ২০২২ সালের মধ্যে দেশের সব পোস্ট অফিসকে ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের সম্মেলনকক্ষে ‘চতুর্থ শিল্প বিপ্লব-বাংলাদেশ প্রেক্ষাপট’ বিষয়ক এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে সফলতার জন্য নিজেদের পরিকল্পনাতেই এগিয়ে যেতে হবে। ২০২২ সালের মধ্যে দেশের পোস্ট অফিসগুলোতে ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ২০২১ সালের ডিসেম্বরে বড় বড় দ্বীপগুলোতে সাবমেরিন ক্যাবল ও সোলার ব্যবহারের মাধ্যমে চলতি বছরেই ঘরে ঘরে বিদ্যুৎ ও ইন্টারনেট নিশ্চিত করা হবে। ২০৪০ সালে ঢাকাসহ বাংলাদেশের বিদ্যুৎব্যবস্থা কী হবে, তা নিয়েও কাজ করছে সরকার।
চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দেশের শিক্ষাব্যবস্থা ইন্টারনেটভিত্তিক ও কোন খাতে কেমন জনবল প্রয়োজন, তা নিয়ে গবেষণার তাগিদ দেন বক্তারা।