সরিষাবাড়ীতে জমি নিয়ে দু-পক্ষের সংঘর্ষে আহত-১০

সারাদেশ

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ীতে জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে দু-পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা দক্ষিণ পাড়া এঘটনা ঘটেছে।
স্থানীয় ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা দক্ষিণ পাড়া গ্রামের মৃত সিরাজ বেপারীর ছেলে লাল মিয়ার সাথে একই গ্রামের পাশের বাড়ী হায়দর আলীর সাথে ২৪ শতাংশ জমি দখল নিয়ে বিরোধ চলছিল। এমতাবস্থায় হায়দর আলীর লোকজন জমিতে মাটি ভরাট করতে গেলে দু-পক্ষের মাঝে কথাকাটাকাটি’র একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে লাল মিয়ার লোকজন প্রতিপক্ষ রফিকুল ইসলাম(৪০),হারুন (২৮),ওমর ফারুক(৩৬) কে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় উভয় পক্ষ একত্র হলে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।
এতে উভয় পক্ষের সংঘর্ষে আহতরা হলেন-রফিকুল ইসলাম(৪০),হারুন (২৮),ওমর ফারুক(৩৬),মঞ্জু মিয়া (৩৭),আশিক মিয়া (৩২),লাল মিয়া(৬৩),সোহেল রানা(৩০) মাজেদা(৫০) ও মন্জু(৪৫) আহত হয়। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।গুরুতর আহত রফিকুল ইসলাম(৪০) কে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করীম জানান, সংঘর্ষের ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন