সন্তানের নামে গাছ লাগানোর পরামর্শ মেয়রের

রাজধানী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, প্রত্যেক সন্তানের নামে অভিভাবকেরা যদি একটি করে গাছ লাগান, তাহলে ঢাকা শহরে আর অক্সিজেনের অভাব হবে না। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে বিডি ক্লিনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, ‘ডিএনসিসি থেকে জন্ম-সনদ নেওয়ার সময় একটি করে গাছের চারা উপহার দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আজকে আমাদের দাদারা গাছ লাগিয়েছেন বলে অক্সিজেন পাচ্ছি, এখনও বেঁচে আছি। কাজেই আমরা বলবো, আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না। আর যেখানেই জায়গা পাবো আমরা সেখানে গাছ লাগিয়ে দেবো।’
মশা নিধনের জন্যও যার যার নিজের স্থাপনা পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে আতিক বলেন, ‘একজন তার জায়গা পরিষ্কার রাখবে না, ময়লা রাস্তায় ফেলে দেবে। আর মশা হওয়ার জন্য গালি দেবে আমাদের, এটা হতে পারে না। আমাদের জায়গা পরিষ্কার রাখতে হবে। আমাদের (সিটি কর্পোরেশন) সমস্যা আছে। সে বিষয়ে আমরা কাজ করছি। বায়োমেট্রিক করছি, সনাতন পদ্ধতি থেকে আধুনিক পদ্ধতিতে যাচ্ছি।’
উক্ত অনুষ্ঠানে ঢাকা-১৩ আসনের সাংসদ সাদেক খান, ডিএনসিসি ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন