হোঁচট খেলেন বাইডেন

আইন ও আদালত

আজকের দেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবার বিমানে উঠতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেয়েছেন। সিঁড়ি বেয়ে এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠার সময় তিনবার তিনি হোঁচট খেয়ে পড়ে যান। তবে তিনি বড় কোনো আঘাত পাননি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার ওয়াশিংটন ডিসি থেকে ১০ মাইল দূরে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এন্ড্রু বেস এয়ারপোর্টে এ ঘটনা ঘটেছে। তিনি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজ থেকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে দেখা করতে আটলান্টায় যাচ্ছিলেন। ভ্রমণ শুরুর আগে সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময়ই তিনি বারবার পড়ে যান।
দূর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, তিনি হাত দিয়ে সিঁড়ির রেলিং ধরে ছিলেন। লম্বা সিঁড়ি বেয়ে উঠার পথে মাঝে প্রেসিডেন্টের পা ফসকে যায়। পরে নিজেকে সামলে নিয়ে উড়োজাহাজের দরজায় পৌঁছে বিদায়ী অভিবাদন জানিয়ে ভেতরে ঢোকেন তিনি।
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট বাইডেনের হোঁচট খাওয়া ও পড়ে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছে। হোয়াইট হাউস বলছে, বাইডেন সুস্থ আছেন। সিঁড়ি টপকাতে ভুলভাবে পা ফেলার কারণেই এমন হয়েছে।


বিজ্ঞাপন