নিজস্ব প্রতিবেদক : প্রথম বর্ষ পূর্তিতে আইজিপি বেনজীর আহমেদের বিশেষ উদ্যোগে পুলিশ সদস্যদের কল্যাণের জন্য দূরপাল্লার যাত্রায় কাম ভাড়ায় চালু হতে যাচ্ছে ‘বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস’।
বাংলাদেশ পুলিশের সকল অফিসার, ফোর্স ও তাদের পরিবারের সদস্যরা (কেবলমাত্র স্ত্রী/স্বামী ও সন্তান) এই বাস সেবা নিতে পারবেন।
শুক্রবার দুপুরে বাংলাদেশ পুলিশের ভেডিফায়েড ফেসবুক পেজে বিশেষ বাস সার্ভিসের বিষয়টি জানানো হয়।
পুলিশ হেডকোয়াটার্স/ রাজারবাগ পুলিশ লাইন্স/ মিরপুর হতে প্রতি বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে এবং বিভাগীয় শহরের মেট্রোপলিটন পুলিশ লাইন্স/ জেলা পুলিশ লাইন্স হতে প্রতি শনিবার দুপুর ২টায় ঢাকার উদ্দেশ্যে ফিরে আসবে বলেও জানানো হয়।