ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৬ বাংলাদেশি তরুণী

অপরাধ আইন ও আদালত আন্তর্জাতিক এইমাত্র জাতীয় সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : ভারতে অনুপ্রবেশের অভিযোগে আড়াই বছর করে কারাভোগ শেষে ছয় তরুণীকে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে ওই তরুণীদের হস্তান্তর করে। ফিরে আসা ছয় তরুণী হলেনÑগাইবান্ধার মুরসিদা বেগম (২১), রাবিয়া খাতুন (২৩), বাগেরহাটের নিসাত আক্তার বৃষ্টি (২০) ও যশোরের কল্পনা গাজী (২৫), সাথী সরদার (২২) ও রহিমা খাতুন (১৮)। এ ব্যাপারে বেসরকারি সাহায্য সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা এ বি এম মুহিত হোসেন জানান, তিন বছর আগে সংসারে অভাব-অনটনের কারণে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে ওই তরুণীরা সীমান্তপথে ভারতের মুম্বাই শহরে যান। সে সময় অনুপ্রবেশের অভিযোগে মুম্বাই পুলিশ তাঁদের আটক করে এবং আদালতের মাধ্যমে জেলে পাঠায়। সেখানে আড়াই বছর করে সাজার মেয়াদ শেষে মুম্বাই নবজীবন নামে একটি শেল্টার হোম ওই তরুণীদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করা হয় বলে জানান এনজিও কর্মকর্তা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল বাশার জানান, ভালো কাজের আশায় তিন বছর আগে বাংলাদেশি এ তরুণীরা দালালের খপ্পরে পড়ে মুম্বাই যান। সাজার মেয়াদ শেষে তাঁদের দেশে ফেরত আনা হয়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে যার যার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য তাঁদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *