স্পোর্টস রিপোর্টার : পরিত্যক্তই হয়ে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। ব্রিস্টলের আবহাওয়ার উন্নতি না হওয়ায় টসই করা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় পরিত্যক্ত ঘোষণা করা হয় খেলা। ফলে দুই দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে।
চার ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন সপ্তম অবস্থানে আছে। আর চার ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে শ্রীলঙ্কা।
জয়ে শুরুর পর টানা দুই হার, সেমিফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচে জয়টা বাংলাদেশের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু বৃষ্টির কারণে সেই আশায় গুড়ে বালি। তাই সেমিফাইনালে যাওয়ার লড়াইটা বাংলাদেশের জন্য আরো কঠিন হয়ে গেল।
বাংলাদেশের পরের ম্যাচ আগামী সোমবার টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শনিবার শ্রীলঙ্কা তাদের পরের ম্যাচে ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।