এক আসাধু গুড় ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সিপিসি-২, নাটোর RAB ক্যাম্প এর একটি অপারেশন দল, কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে ইং ২৩ এপ্রিল, ২০২১ তারিখ সকাল ১১:০০ ঘটিকা হতে দুপুর ০১:০০ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট মোড়স্থ সরদার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে, ভেজাল গুড়-১২,০০০ কেজি, ফিটকিরি- ১২ কেজি, সাদা আটা- ১০ কেজি, চিনি-৯০০ কেজি সহ আসামি মোঃ রবিউল ইসলাম (৬০), পিতাঃ- মৃত আফজাল হোসেন, সাং- পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট মোড়, থানা- লালপুর, জেলা- নাটোর কে আটক করে।


বিজ্ঞাপন

বিজ্ঞ আদালত অভিযুক্তকে ৩ মাসের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করেন। চিনি ব্যতীত অন্যান্য জব্দকৃত আলামত সমূহ ধ্বংসের আদেশ দিলে তা ধ্বংস করা হয়। ৯০০ কেজি চিনি প্রকাশ্য নিলামের মাধ্যমে ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। উক্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।