নিজস্ব প্রতিনিধি : ঢাকার আশুলিয়া এলাকা হতে র্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ হয়, খবর সংশ্লিষ্ট সুত্রের।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ৭ মে, সকাল ১১ ৩০ মিনিটে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি ৪৭৮ গ্রাম গাজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি পিকআপসহ নিম্নোক্ত ০৩ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী রা যথাক্রমে ঃ মোঃ ফরিদুল ইসলাম (৪২),জেলা-দিনাজপুর। মোঃ ইমরান খান (২৭); জেলা-কুমিল্লা। মোঃ হাবিবুর রহমান (১৯); জেলা-কুমিল্লা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ দেশে সীমান্তবর্তী এলাকা হতে পিকাপযোগে বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য গাজা রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।