জুয়া খেলার আড়ালে ইয়াবা ব্যবসা : গ্রেফতার ১৪

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সোমবার গোপনে সংবাদ পান যে, কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দিন বাজার চৈতন্য গলি মুনিরিয়া টাওয়ার এর ৪র্থ তলা ৪০৫ নং কক্ষের মধ্যে কতিপয় লোক টাকার বিনিময়ে প্রকাশ্যে জুয়া খেলায় লিপ্ত আছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ১০/০৫/২০২১ ইং তারিখ রাত ০০.৪৫ ঘটিকার সময় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন, পিপিএম এর নেতৃত্বে কোতোয়ালী থানার অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত স্থানে গিয়ে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস (প্লেইং কার্ড ) দিয়ে জুয়া খেলায় লিপ্ত থাকা অবস্থায় ০৩ প্যাকেট তাস, জুয়া খেলায় ব্যবহৃত নগদ ২,৭৬০ টাকা ও ৫৫০ পিস ইয়াবা সহ মোঃ আবুল হোসেন(৩৫), মোঃ জাকির হোসেন (৩৫), মোঃ রঞ্জু (৪১), মোঃ বাবু (২৩), মোঃ সাকিব (২১), মোঃ শাজাহান মিয়া(৫৩), মোঃ সুমন (৩২), মোঃ রবি হোসেন রণি (২৫), মোঃ শেখ ফরিদ (২৮), মোঃ মাসুদ (৪৮), মোঃ আবু কালাম (৫২), মোঃ শহীদুল ইসলাম (৪৩), মোঃ ইব্রাহীম (২৮) ও মোঃ আকবর (২৬) কে গ্রেফতার করেন।


বিজ্ঞাপন

ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, ধৃত ব্যক্তিরা টাকার বিনিময়ে ধৃত মোঃ আবুল হোসেন এর সহযোগীতায় ও নেতৃত্বে ঘটনাস্থলের কক্ষে জুয়ার আসর বসিয়ে তাস দিয়ে জুয়া খেলে এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে এবং ক্যাসিনো কর্মকান্ডের সময় বিভিন্ন স্পটে কনট্রাক্ট করে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলাত। অভিযানের পরে নিজেকে আড়াল করে ঘটনাস্থল কক্ষে জুয়ার আসরে জুয়া খেলা পরিচালনা করে। সে বিল্ডিংয়ের ছাদে, প্রবেশ মুখে, পিছনে ও বিভিন্ন অলি গলিতে লোক দিয়ে পাহারা ডিউটি বসিয়ে জুয়া খেলা পরিচালনা করে এবং জুয়া খেলার আড়ালে ইয়াবার রমরমা ব্যবসা করে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।