নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এক সরকারী সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান গত ১৭ মে ২০২১ তারিখে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস্ অপারেশন্স এর আন্ডার সেক্রেটারি জেনারেল Mr. Jean-Pierre Lacroix এবং ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট এর আন্ডার সেক্রেটারি জেনারেল Atul Khare এর সাথে বাংলাদেশ বিমান বাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। মত বিনিময়কালে তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর জনবল ও সরঞ্জাম বৃদ্ধি, শান্তিরক্ষীদের টিকাদান, অত্যাধুনিক সি-১৩০জে পরিবহন বিমান মোতায়েন ও মহিলা শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর সাথে আলোচনাকালে তারা দুজনেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। বিশেষ করে করোনাভাইরাস মহামারীর কারণে উদ্ভুত পরিস্থিতির মধ্যেও বিশ্ব শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের ভ‚য়সী প্রশংসা করেন। এছাড়াও, সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এভিয়েশন কোম্পানি Lockheed Martin পরিদর্শন করেন এবং সেখানে তিনি F-16 বিমানের সিম্যুলেটর ফ্লাইং করেন।