নিজস্ব প্রতিবেদক : জেলা প্রশাসন, নড়াইল এর নেতৃত্বে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও নড়াইল সদর থানা পুলিশ কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়, খবর সংশ্লিষ্ট একটি সুত্রের।
অভিযান পরিচালনা কালে মোবাইল কোর্টের মাধ্যমে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ধারা ৪ অনুযায়ী গত শুক্রবার ২ মে, ১৮ জন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ১৬০৮০ টাকা উদ্ধার করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও নড়াইল সদর থানা পুলিশকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ। ক্রীড়া, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের জেলা নড়াইলের সমাজকে জুয়ার মত অপসংস্কৃতির হাত থেকে রক্ষাকল্পে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।