খুলনা থেকে মামুন মোল্লা : পিতার কাছ থেকে টাকা আদায়ে অপহরণ নাটক করে শেষ রক্ষা হলো না পুত্রের থানা পুলিশের তৎপরতায় ধরা পড়ে এখন পুলিশ হেফাজতে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানাযায়, গত ২৭ মে বুধবার জনৈক মো. আজম খান, পিতা মৃত মজিবুর রহমান খান, সাং-আমদাবাদ, থানা-রূপসা, জেলা-খুলনা, রূপসা থানায় হাজির হয়ে জানান যে তার পুত্র, বয়স ১৫ বছর, মাগরিবের নামাজ শেষে বাড়ী থেকে বের হয়ে যায় এবং গভীর রাত পর্যন্ত ফিরে আসে নাই।
পরবর্তীতে তার পিতার অভিযোগের প্রেক্ষিতে রূপসা থানার জিডি নং-১০৮৪ তারিখ-২৭.০৫.২১ লিপিবদ্ধ করা হয়।
ইতোমধ্যে ভিকটিম তার পিতাকে ফোন করে জানায়, সে অপহরণ হয়েছে এবং অপহরনকারীকে ৫০ হাজার টাকা না দিলে তাকে মেরে ফেলবে।
বিষয়টি অবগত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, খুলনা এবং অফিসার ইনচার্জ, রূপসা থানার নেতৃত্বে রূপসা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করতে সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করে।
বিভিন্ন কৌশলের মাধ্যমে ভিকটিমকে গত বৃহস্পতিবার ২৮ মে খুলনার শিববাড়ী মোড় থেকে তাকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়া হয়।
ভিকটিমকে উদ্ধার করে জানা যায়, তাকে কেউ অপহরণ করেনি, পিতার কাছ থেকে টাকা নেয়ার উদ্দেশ্যে সে নিজেই অপহরণের ঘটনা সাজিয়েছে এবং এ ব্যাপারে কেউ তাকে সহায়তা করে নাই।