আখাউড়ায় রেলওয়ে স্কুলের শতবর্ষ উদযাপনে অনলাইন রেজিষ্ট্রেশনের শুভ উদ্বোধন

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

মো: হাবিবুর রহমান  (ব্রাহ্মণবাড়িয়া)  :  বাালা‌দেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়,আখাউড়া শতবর্ষ উদযাপন অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন

আজ শুক্রবার  ১২ সেপ্টেম্বর, সকালে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন ক‌রেন উদযাপন প‌রিচালনা ক‌মি‌টির আহ্বায়ক ড. মির শাহ আলম।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক, সাবেক প্রধান শিক্ষকসহ কয়েকশত সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ১২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে রেজিষ্ট্রেশন চলবে। আগামী ২৫ ডিসেম্বর স্কুল মাঠে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান হবে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম ইস্পাহানী, সাবেক প্রধান শিক্ষক রাকিব আহম্মেদ খান খাদেম, শহীদ স্মৃতি কলেজের সাবেক শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান সহিদুল হক ভূইয়া, যুগ্ম আহ্বায়ক শেখ আইয়ুবুর রহমান, যুগ্ম আহবায়ক আবুল মনসুর মিশন, সদস্য সচিব কামরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক নূরে আলম সিদ্দিকী, যুগ্ম আহবায়ক নাজমুল হক ভূইূয়া, যুগ্ম আহবায়ক নাজম‌ুল হাসান রা‌ফি, মোঃ হাফিজুর রহমান, মুহাম্মদ রা‌কিবুল ইসলাম প্রমুহ।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে সকল প্রাক্তন ছাত্রছাত্রীকে রেজিষ্ট্রেশন করার অনুরোধ করা হচ্ছে।

দেশে-বিদেশে অবস্থানরত প্রাক্তন ছাত্র অনলাইনে নির্ধারিত ওয়েব সাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবে।

রেজিষ্ট্রেশন ফি ১ হাজার টাকা। এছাড়াও অফ লাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহত থাকবে।বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, রেলওয়ে স্কুল আমাদের একটি আবেগের জায়গা।

শতবর্ষ অনুষ্ঠান আমাদের জন্য আনন্দের ও গর্বের। এই অনুষ্ঠানের মাধ্যমে পুরনো বন্ধুদের সাথে দেখা হবে, কথা হবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি ২৫ ডিসেম্বরের জন্য । অনুষ্ঠান আয়োজনে সকলের সহযোগিতা কামনা করা হয়। উল্লেখ্য, ১৯২০ সনে আখাউড়ায় রেলওয়ে সরকারি স্কুল প্রতিষ্ঠত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *