নিজস্ব প্রতানিধি : শুক্রবার র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি’র উত্তরা পশ্চিম থানাধীন ১০নং সেক্টরস্থ ১৩নং রোড, কাঁচা বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ডিএমপি’র উত্তরা পশ্চিম থানাধীন ১০ নাম্বার সেক্টরস্থ ১৩নং রোড, কাঁচা বাজার আড়ৎ এর পূর্ব পাশ্বের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ হামিদ শেখ (২৬), পিতা-মোঃ হাবিব শেখ, মাতা-মোছাঃ হাজেরা বেগম, সাং-দামুদ্দারগেইট, থানা-ফুলতলা, জেলা-খুলনা বর্তমান ঠিকানা- ২৬/এ তোফখানা রোড, সেগুনবাগিচা হাইস্কুলের বিপরীতে, হিন্দু দোকানের ৫ম তলায় ভাড়াটিয়া, থানা-শাহবাগ, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৪২৮ ক্যান বিয়ার, ১২ বোতল বিদেশী মদ, ০১টি প্রাইভেটকার এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।