সিএমপিতে অপহৃত শিশু উদ্ধার ও গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সুলতানা বেগম বাদীর পরিবারের সহিত পূর্ব পরিচিত। সে ইং ১২/১২/২০২০ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় সিএমপি’র কোতোয়ালী থানাধীন রেলওয়ে ষ্টেশন কলোনীস্থ বাদীর পূর্বের বাসায় এসে ০৮ মাস বয়সী শিশু মোঃ ফারহান, মাতা-তসলিমা ঝর্ণা (২০)’কে বাদীর স্ত্রীর কোল হতে নিয়ে আদর করতে থাকে। ঐ সময় বাদীর স্ত্রী বাসার কাজে ব্যস্ততার সুযোগে চোখের পলকেই ভিকটিম ০৮ মাস বয়সী শিশু মোঃ ফারহান’কে নিয়ে সুলতানা বেগম সুমি (২৬) চলে যায়। অপহরণকারী ৫,০০০/- টাকার দাবীতে শিশুটিকে বিক্রি করে দিলেও মাত্র ৯০০/- টাকা নিতে সক্ষম হয়। পরবর্তীতে বাদী ও তার স্ত্রী সম্ভাব্য আশপাশের স্থানে খোঁজাখুঁজি করে বাদীর ছেলে ০৮ মাস বয়সী শিশু মোঃ ফারহান’কে পায় নাই। উক্ত অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।


বিজ্ঞাপন

কোতোয়ালী থানা টিম তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীর চক্রটি সিলেট কোতোয়ালী থানা এলাকায় অবস্থানের বিষয়ে নিশ্চিত হয়। পরবর্তীতে সিলেট কোতোয়ালী থানার পুলিশের সহযোগিতায় হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা হতে অপহৃত ০৮মাস বয়সী শিশু মোঃ ফারহান’কে উদ্ধার করে। এসময় শিশু অপহরণের অভিযোগে মোঃ ইসমাইল(৩৫) ও সুলতানা বেগম সুমি (২৬) কে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন