বিএসটিআই’র অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার বিএসটিআই’র উদ্যোগে ০১-০৬-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ঢাকা মহানগরীর গুলশান-২ এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১। দি গ্রোভ বিস্টো, লেভেল-২২, হামিদ টাওয়ার, গুলশান-২, ঢাকা-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে স্পঞ্জ কেক (ফ্লেভার: Nuttela, Reduliut, Meayorie, Clrahte) উৎপাদন ও বিক্রয় করায় ৫০,০০০/- টাকা জরিমানা এবং ২। ইসলাম ফার্মা, ২২, বর সুপার মার্কেট, গুলশান-২, ঢাকা-কে আমদানীকৃত পণ্য স্কীন ক্রীম, শ্যাম্পু, চিপস, কফি পাউডার, বেবী স্কীন লোশন, ইনফ্যান্ট ফর্মুালা অবৈধভাবে বিক্রি করার অপরাধে ৩৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন