নিজস্ব প্রতিনিধি : সোমবার দুপুর ১২ টার সময় র্যাব-৫ এর প্রশিক্ষণ মাঠে এক অগ্নি র্নিবাপক মহড়া অনুষ্ঠিত হয়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
উক্ত মহড়ায় সকল সদস্য অংশগ্রহন করেন এবং মহড়া শেষে ফায়ার ব্রিগেড,রাজশাহীর সদস্যগণ অগ্নির্নিবাপক এর উপর মহড়া প্রদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জিয়াউর রহমান তালুকদার, পিএসসি, সিগস্ এবং অন্যান্য কর্মকর্তা ও ফায়ার ব্রিগ্রেডের সদস্যবৃন্দ।