সালমা জেবুননেসা : “বন্ধু কি খবর বল? কত দিন দেখা হয়নি ” সত্যিই তাই ,মনে হচ্ছে অনেক দিন, সবার সাথে দেখা হয় না ,,,,। তাই তোমাদের ডাকে আমিও এই প্রতিযোগিতায় অংশ নিলাম ,
কারন আমাদের এই ভার্চুয়াল আয়োজন এবং এর মাধ্যমে যোগাযোগ ই আমাদেরকে এখনো একটু হলেও মানসিক প্রশান্তি এনে দিচ্ছে। এনে দিচ্ছে স্বস্তির নিঃশ্বাস ফেলার শক্তি।
জীবনে চলার পথে প্রতিদিন নানান মানুষের মুখোমুখি আমাদের হতে হয়। কিছু ঘটনা আমাদের আনন্দ দেয়, কিছু ঘটনায় আমাদের মন খারাপ হয় ।
ভালো মন্দ সকল ঘটনার সঙ্গে মানিয়ে নিয়ে, চলার পথ কে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই জীবনের মুল লক্ষ্য হওয়া উচিত।
জীবনে না পাওয়ার কষ্টগুলো যে পুষিয়ে যাবে তা সব সময় নাও হতে পারে। কিছু আসা আকাঙ্ক্ষা অতৃপ্তই রয়ে যেতে পারে। এই অতৃপ্তিগুলোই তৃপ্তির স্বাদ বাড়ায়। তবে সেই মন খারাপ কিংবা অতৃপ্তিগুলো যদি বিষণ্নতায় পরিণত হয় তবে বাঁধবে বিপত্তি।”