নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী

অন্যান্য অপরাধ এইমাত্র জাতীয় ঢাকা রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৩ জুন) সচিবালয়ে জননিরাপত্তা বিভাগের সঙ্গে আওতাধীন ছয়টি বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আমরা টার্গেট নিয়ে কাজ করছি। আজ বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হল। ২০২১ সালে শতবর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পালন করা হবে। আমাদের নির্বাচনে যে টার্গেটগুলো ছিল তা বাস্তবায়নে কাজ করবো। আমাদের সফলতার হার ৯৭ শতাংশের উপরে। কাজেই শতভাগ তেমন কিছু নয়।
নিরাপত্তা এবং দুর্নীতি বড় চ্যালেঞ্জ- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, নিরাপত্তা একটা ব্যাপক কাজ। সব ধরনের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কাজ করছে। বহু চ্যালেঞ্জ ইতোমধ্যে মোকাবেলা করেছি। নিরাপত্তা বিভাগকে সক্ষমতা, দক্ষতা অর্জনে যা যা প্রয়োজন প্রধানমন্ত্রী সে ব্যবস্থা করেছেন বলেই যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারছি। আমরা মনে করি পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার, এনটিএমসি, অপরাধ ট্রাইব্যুনাল সবাই তাদের কাজ সঠিকভাবে করছে। সেই জন্যই আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছি।
মন্ত্রী আরও বলেন, সব সময় দুর্নীতি ছিল। ভবিষতে যাতে দুর্নীতি কমে যায় তার একটা পরিকল্পনা সরকারের আছে। আমরা সেই কাজটি করে যাচ্ছি। একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন সৃষ্টি হয়েছে। সেখানে যে কাউকে তলব করছে। যেখানে দুর্নীতির আভাস কিংবা যে দুর্নীতি দমনে যা যা করণীয় সব করছি। কেউ-ই আইনের ঊর্ধ্বে নয়, যেই দুর্নীতি করবে যেই আইন অমান্য করবে তার শাস্তি তার অপরাধ অনুযায়ী মূল্যায়ন হবে, বিচার হবে।
সামনে কী চ্যালেঞ্জ দেখছেন -এ বিষয়ে মন্ত্রী বলেন, নিরাপত্তায় নানা ধরনের চ্যালেঞ্জ আছে। যারা এ ধরনের ক্রাইম করে তারা যথেষ্ট মেধা নিয়ে ক্রাইম করে। ইদানিং সাইবার ক্রাইম বৃদ্ধি পেয়েছে। সে জন্য সাইবার ক্রাইম ইউনিটকে শক্তিশালী করছি। আমাদের পুলিশের একটা ইউনিটই গঠন করেছি সাইবার ক্রাইম দমনের জন্য। আমাদের এনটিএমসিকে শক্তিশালী করছি।
আমাদের সম্মুখে যে চ্যালেঞ্জ আসছে আমরা চিন্তা করছি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই প্রতিনিয়ত চিন্তা করছে, পরিকল্পনা করছে। কী ধরনের দুর্নীতি বিশ্বে হয়, সেগুলো তারা সংগ্রহ করছে। সে জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করছে। আমরা সবার সঙ্গে তাল মিলিয়ে বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি, আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করছি। যাতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী সক্ষমতা দেখাচ্ছে, অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। সব ধরনের খবরকে প্রাধান্য দিয়ে কাজ করে। শ্রীলংকায় একটা ঘটনা ঘটেছে, সে জন্য আমরা সব ধরনের সমন্বয় ব্যবস্থা নিয়েছিলাম, সবাই সজাগ ছিলাম বলে ঘটনা ঘটেনি।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *