নিজস্ব প্রতিনিধি : টঙ্গী পশ্চিম থানার মামলার অপহরণ মামলার আসামী এবং ভিকটিমকে অভিযানের মাধ্যমে নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে উদ্ধার করা হয়।
অপহরণকারীরা ভিকটিমকে টঙ্গীর চেরাগ আলী থেকে অপহরণ করে নোয়াখালীর হাতিয়া দ্বীপে নিয়ে এসে ৫০,০০০/- টাকা মুক্তিপন দাবি করে।
এই তথ্যে প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নোয়াখালীর হাতিয়া থানা পুলিশকে সঙ্গে নিয়ে শাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ঝড়ের মাঝে সমুদ্রের উত্তাল ঢেউকে পাড়ি দিয়ে নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে ভিক্টিম লামিয়া আক্তার নিলা(১৪) পিতা : আমির হোসেন জেলা : শরীয়তপুর।বর্তমান ঠিকানা: বড় দেওড়া , কাঠালদিয়া,টঙ্গী পশ্চিম থানা গাজীপুর মহানগরকে উদ্ধার করেন।
আসামি মোঃ ফয়সাল খলিফা(২০)পিতা :কামালখলিফা,মাতা: জোসনা বেগম গ্রাম: উত্তর নাঠিই ,ইউনিয়ন: নাঠই , থানা:গৌরনদী জেলা:বরিশালকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ফয়সালের তথ্য মোতাবেক ডিএমপির দক্ষিনখান এলাকা হইতে অপহরণ এবং মুক্তিপণের সাথে জড়িত আসামি: মোহাম্মদ রাকিব উদ্দীন(25) পিতা: রিকাত আলি সাং :খেজুর তলা থানা: আলমডাঙ্গ জেলা চুয়াডাঙ্গা কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।