মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ মোঃ মনিরুজ্জামান তালুকদার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ আব্দুল মোমেন পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী ফয়সাল বিপ্লবসহ নানা শ্রেণি-পেশার মানুষ ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন।


বিজ্ঞাপন