১৮,৮১৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৮ জুন ২০২১ ইং তারিখ ১৬২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিত টের পেয়ে তিনজন ব্যক্তি দোঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি ১। মোঃ মাহাবুবুর রহমান (৩৪), পিতা- কবির আহম্মেদ, সাং- হালিমা পাড়া, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার, বর্তমানে- শুলকবহর, থানা- পাঁচলাইশ, চট্টগ্রাম মহানগর, ২। মোঃ নুর (২৯), পিতা- খবির, সাং- জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এ, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, ৩। মোঃ মাহামুদুল্লাহ (৩৪), পিতা- আব্দুর রহমান, সাং- বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-এম ৮ ই, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের নিজ দখলে থাকা একটি ব্যাগ ও দেহ তল্লাশি করে ১৮,৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৬ টি জাতীয় পরিচয়পত্র উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করে। উল্লেখ্য যে, আসামী মোঃ নুর (২৯) এবং মোঃ মাহামুদুল্লাহ (৩৪) বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক (রোহিঙ্গা)। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালায়ন করে ভ‚য়া জাতীয় পরিচয়পত্র বহন করে পরস্পরে যোগসাজশে ইয়াবা পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৭ লক্ষ টাকা ।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন