ম্যাস্ট্রো ক্রাউন কলেজ কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণের আহবান

জাতীয়

সাবরীনা মান্নান : সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাস্ট্রো ক্রাউন কলেজ তোমাদের জন্য আয়োজন করেছে
“Hello Future – কবিতা প্রতিযোগিতা-২০২১”
শুধু সাভার উপজেলা, আশুলিয়া থানা ও ধামরাই উপজেলার শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে।


বিজ্ঞাপন

তোমরা যারা এ কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের সকলকে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বর্তমান বাংলা সাহিত্য জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ,পশ্চিম বঙ্গের বিখ্যাত কবি “আরণ্যক বসু” এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন “শামস কালাম”।


বিজ্ঞাপন

১ম স্থান অধিকারকারী সুযোগ পাবে তার স্বরচিত কবিতাটি লাইভ অনুষ্ঠানে শোনানোর এবং অতি মূল্যবান পুরষ্কার বই।
কবিতা পাঠানোর শেষ সময় ২৮ শে জুন রাত ১২:০০ টা।


বিজ্ঞাপন

নিয়মাবলী সমূহ:
১.সকল অংশগ্রহনকারী প্রতিযোগিদের ৩ টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হবে।
*গ্রুপ ক-প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত
*গ্রুপ খ-৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত
*গ্রুপ গ-একাদশ এবং দ্বাদশ শ্রেণি।
২. পাঠানো কবিতাটি অবশ্যই স্বরচিত হতে হবে।
৩.একজন লেখক শুধুমাত্র একটি কবিতাই পাঠাতে পারবে।
৪.পাঠানো কবিতাটি ২০ লাইনের বেশি হবে না।
৫. কবিতার সাথে নিজের নাম,বয়স,শ্রেনী,শিক্ষা প্রতিষ্ঠানের নাম,ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে।

পুরষ্কার প্রদানের শর্তাবলী :
১. সকল গ্রুপ থেকে আলাদাভাবে ১ম,২য় এবং ৩য় স্থান অধিকারকারী নির্বাচন করা হবে।
২.সকল গ্রুপ থেকে ১ম স্থান অধিকারকারী পাবে লাইভ অনুষ্ঠানে কবিতা আবৃত্তির সুযোগ।
৩.সকল বিজয়ীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে পুরষ্কার প্রদান করা হবে।

কবিতা পাঠানোর নিয়ম:
কবিতাটি অবশ্যই ই-মেইল বা হোয়াটস এপ এর মাধ্যমে সমস্ত তথ্য সহ পাঠিয়ে দিতে হবে।
ই-মেইল:mccsro05@gmail.com