নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিম উদ্ধার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মাসুদ আহম্মদ, পিপিএম, বিপিএম, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, মৌলভীবাজারের সার্বিক নির্দেশনায় ও সিআইডি মৌলভীবাজার টিম এর সকল সদস্যগণের সম্মিলিত প্রচেষ্টায় এ্বং তথ্য প্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার জেলার সিআর মামলা নং ৯৩/২০২১ , ধারা- ৭/৩০ , নারী ও শিশু নিযাতন আইন ২০০০ (সংশোধন২০০৩) এর ভিকটিম আফসানা আক্তার মিমি, বয়স ১৭, নাবালিকা কে গত ২৭/০৬/২০২১ খ্রি: তারিখে ২৪ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করিয়া স্থানীয় থানা পুলিশের সহায়তায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চল থেকে নারী পুলিশের সহায়তায় উদ্ধার পূর্বক বিজ্ঞ আদালতে নারী ও শিশু নিযার্তন আইন ২০০০ (সংশোধন২০০৩) এর ২২ ধারা মোতাবেক জবানবন্দি গ্রহণ করানো হয়েছে।


বিজ্ঞাপন