ফেইসবুক পেইজ খুলে গ্রাহকের সাথে প্রতারণায় অভিযুক্ত গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : উল্লেখিত ফেইসবুক পেইজে বিভিন্ন সময়ে আর্কষনীয় পোশাক বিক্রয়ের লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণামূলকভাবে কার্যক্রম পরিচালনা করছে। ফেইসবুক পেইজের লোভনীয় প্রতারণামূলক বিভিন্ন অফার প্রদান করতঃ


বিজ্ঞাপন

☞ধামাকা অফার,
☞Hote- সীমিত সময়ের জন্য পাচ্ছেন ৫০% ডিসকাউন্ট,
☞যে কোনো ২টি শাড়ি অর্ডার করলে পাচ্ছেন ১০% ডিসকাউন্ট ইন্ডিয়ান মসলিন সিল্ক শাড়ি এর বাহারি সব পণ্য দুরন্ত অফার,
☞ঘরে বসেই অর্ডার দিন,
☞শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।


বিজ্ঞাপন

গ্রাহককে বিক্রির লোভ দেখানো এবং ফাদে পা দেওয়া গ্রাহক অর্ডার করলেই ডেলিভারি চার্জ ১৫০ টাকা আগে বিকাশ করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়।টাকা বিকাশ করলেও নিম্নমানের মালামাল,কখনো সাপ্লাই দিত না। আবার কাউকে দিলেও একদম কমদামী শাড়ী পাঠিয়ে দিত।এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এর টঙ্গী পূর্ব থানার পুলিশ অভিযান চালিয়ে ডিএমপি ঢাকার পল্লবী থানার ইস্টার্ন হাউজিং এলাকা হইতে Design Fashion” ফেইসবুক পেইজ এর মূল হোতা ১। অন্তরা খানম(২২), পিতা-মোঃ কামাল গাজী, স্বামী-মোঃ মহিন শেখ, মাতা-মোসাঃ জেসমিন বেগম, ২। কারিমুল গাজী(২৬), পিতা-মোঃ কামাল গাজী, মাতা-মোসাঃ জেসমিন বেগম, উভয় সাং-করফা আতশপাড়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইলদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে (ক) একটি কালো রংয়ের ব্যাগ হইতে ১১(এগারো) টি নিম্ন মানের বিভিন্ন রংয়ের শাড়ি, যাহার মূল্য অনুমান ১১x২০০=২,২০০/-(দুই হাজার দুইশত) টাকা, (খ) বিভিন্ন গ্রাহকের নিকট বিক্রিত মালামালের টাকার খসড়া হিসাবের খাতা ০৩ টি, (গ) বিভিন্ন কোম্পানীর স্মাট ফোন ০৪ টি ও বাটন মোবাইল ০২ টি সহ মোট ০৬ টি মোবাইল ফোন, (ঘ) নগদ ৭,০০০/- (সাত হাজার) টাকা উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন