নিজস্ব প্রতিবেদক : রাশিয়ার পার্লামেন্ট ‘দুমা’র আমন্ত্রণে আন্তর্জাতিক একটি সম্মেলনে অংশ নিতে মস্কো গেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত রোববার রাতে স্পিকার ঢাকা ছাড়েন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম ২০১৯’ শীর্ষক এই সম্মেলনে স্পিকারের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এবং মো. জিল্লুল হাকিমও অংশ নেবেন। সম্মেলন শেষে আগামি ৫ জুলাই শিরীন শারমিন দেশে ফিরবেন বলে জানিয়েছেন সংসদ সচিবালয়।