একদিনে শনাক্ত ৫৩
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৭২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলো। রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ১৯০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছে ১৮৯ জন, আর বাকি একজন ঢাকার বাইরে অন্য বিভাগে। শুধু ঢাকায় জুলাই মাসের প্রথম পাঁচ দিনে ১৩২ ডেঙ্গু রোগী ও পরের ছয় দিনে ঢাকায় আরও ২২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত ৭২৬ জন রোগী ভর্তি হয়েছে এবং ছাড়া পেয়েছে ৫৩৬ জন। তবে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।