নিজস্ব প্রতিনিধি : রোববার ১১ জুলাই, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর বিজয়নগর থানাধীন জালালপুর এলাকায় কাইমুদ্দি বাড়িস্থ মোঃ আব্দুর রহমান এর দখলীয় বসতবাড়ি তল্লাশি করে, ভারতীয় তৈরি কোডিন ফসফেট মিশ্রিত এসকাফ ৩০০ বোতল উদ্ধার ও জব্দ করা হয়। ঘটনাস্থলে ১ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এছাড়া উক্ত মাদক ব্যবসায় সংশ্লিষ্টতার দায়ে আরো ৩ জনকে পলাতক বলে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।
আসামিদের নাম ঠিকানাঃ মোঃ আব্দুর রহমান(২৫) গ্রেফতার পিতা- মোঃ গাজী মিয়া মোঃ বজলু মিয়া(৪৯) পলাতক পিতা- মৃত শাহেদ মিয়া, মোঃ আক্তার মিয়া(২৫) পলাতক পিতা- মোঃ বজলু মিয়া এবং মোঃ জলফু মিয়া(৪৬) পলাতক পিতা- মৃত শাহেদ মিয়া সর্ব সাং- জালালপুর থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া।