মো. সুমন হোসেন, যশোর : বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ ১ নারী আটক হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার),পিপিএম এর সঠিক দিক নির্দেশনায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ, মোঃ মামুন খান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ রোকনুজ্জামান সহ বেনাপোল পোর্ট থানার একটি চৌকস টিম ১০ জুলাই শনিবার সাড়ে ৬ টায় বেনাপোল পোর্ট থানাধীন সরবাংহুদা গ্রামস্থত ধৃত আসামী মোছাঃ জাইদা খাতুন (৩৪), স্বামী-মোঃ আলী হোসেন, মাতা-মোছাঃ নেকজান খাতুন, সাং-সরবাংহুদা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর বসত ঘরের সয়ন কক্ষের খাটের নিচ হতে ০৬ (ছয়) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।