আর্জেন্টিনার জয়ে শেষ হাসিটা ছিল পরীমনির পক্ষেই

বিনোদন

বিনোদন প্রতিবেদক : খেলা প্রেমিদের কাছে ফুটবল বরাবরই একটি বারতি উত্তেজনার সৃষ্টি করে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের তারকারাও ফুটবল খেলা দেখার জন্য সময় বের করে নেন।


বিজ্ঞাপন

আর খেলাটা যদি হয় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ তবে তো আর কথাই নেই!


বিজ্ঞাপন

চিত্রনায়িকা পরীমনির প্রিয় খেলার তালিকায় রয়েছে ফুটবল।

এই খেলা দেখতে আগে থেকেই প্রস্তুতি থাকে তার। আজও ছিল বারতি প্রস্তুতি কারন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফের মুখোমুখি হয়।

তার উপর পরীমনি আর্জেন্টিনার সমর্থক! শেষ পর্যন্ত হাসিটা পরীমনির পক্ষেই ছিল। কারন দীর্ঘ সময় পর আর্জেন্টিনা চাম্পিয়ান!

আর্জেন্টিনার জয়ে দারুন খুশি চিত্রনায়িকা পরীমনি বলেন, প্রিয় দলের জয়ের আনন্দটাই অন্যরকম।

তবে আমার ছোট ভাই ব্রাজিলের ভক্ত হওয়ার ওর জন্য কিছুটা খারাপও লাগছে। বেচারা হেরে গেল!

তিনি আরো জানান ফুটবল খেলার সাথে অন্য কোন খেলার তুলনা চলেনা। এটা বরাবরই উত্তেজনার।