শোবিজের আলাপচারিতায় অপু

বিনোদন

বিনোদন প্রতিবেদক : রুপালী পর্দায় কার সঙ্গে নিজেকে খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?
অপু : সবার সাথে।‌ because আমি একজন আর্টিস্ট। আমি সবার সাথে সবধরনের ক্যারেক্টার প্লে করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করি।


বিজ্ঞাপন

স্পেশাল কারো একজন নাম, যার সাথে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করতেন?


বিজ্ঞাপন

অপুঃ- না আমার স্পেশাল ওরকম কেউ নেই। যদি সৌভাগ্য হতো is my dream যদি আমি জাফর ইকবাল স্যার & সালমান ভাইকে পেতাম।

আর বলিউডে?

অপুঃ- শাহরুখ খান। ছোটবেলা থেকেই আমার ক্রাশ।

আর হলিউডে?

অপুঃ- definitely টম ক্রুজ।

ব্যক্তিগত জীবনে ৩’জন বন্ধু, যারা আপনাকে খুব সাপোর্ট করেছে?

অপুঃ- আমার মা.. আমার কাকা.. আর তারপরে আমাকে যে মানুষটা সবথেকে বেশি সাপোর্ট করেছে সে হচ্ছে ডিপজল ভাই।

কখনো কি আপনার big skin থেকে বের হয়ে ছোটপর্দায় কাজ করার ইচ্ছে আছে?

অপুঃ- চলচ্চিত্র ব্যাপারটা শুরু থেকেই হয়ে এসেছে। যদিও এই মুহূর্তে তেমন কোনো চিন্তা নেই। হঠাৎ করে হয়তোবা হয়ে যেতেও পারে but ওরকম প্লানিং প্রিপারেশন কিছুই নাই।

কখনো কি ওটিটি প্লাটফর্ম, ওয়েব সিরিজ বা অন্য কিছুতে কাজ করার ইচ্ছে?

অপুঃ- ওয়েব সিরিজ ব্যাপারটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। আমার পরে যারা আসছে, যারা আমার জুনিয়র তাদেরকেও দেখছি তারাও করেছে। এই রকম একটা situation এ কেনো জানি মনে হচ্ছে আমাকেও করতে হবে। আমিও আস্তে আস্তে ওইদিকেই হাঁটছি। কারণ যখন যে চিন্তা তখন সেটা আমাদেরকে মেনে নিতে হয় এবং সেটাই করতে হয়।

অপু বিশ্বাসের কী কী কাজ দর্শক দেখতে পারবে?

অপুঃ- ছায়াবৃক্ষ’ নিয়ে একটি সিনেমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। ‘ইশা খাঁ’ নামে একটা সিনেমা। তারপর ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে আরও একটা সিনেমা। এইতো!! আরও বেশিকিছু কাজের অফার আছে, সেগুলো নিয়েও হবে হয়তো আগামীতে।

ঈদ স্পেশাল প্রোগ্ৰাম শোবিজের আলাপচারিতায় অতিথি হয়ে এসেছিলেন ‘অপু বিশ্বাস’। সেইখান থেকেই নেওয়া অপুর এ কথাগুলো।