নীলফামারিতে ইউনিয়ন পর্যায়ে টিকা দান কর্মসুচী শুরু

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : শনিবার ৭ আগস্ট, নীলফামারী জেলা পুলিশের দিনের কার্যক্রম সমূহ নীলফামারী থানা চেকপোস্ট-০২,ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন,চড়াইখোলা ইউনিয়নের দক্ষিণ মুক্তার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়,চাপড়া সরমজানী বাবড়ীঝার উচ্চ বিদ্যালয়,চাপড়া সরমজানি ইউনিয়নের চাপড়া সরমজানি উচ্চ বিদ্যালয়,কুন্দপুকুর ইউনিয়ন,১৭ চাপড়া সমরজানি ইউনিয়ন,চড়াইখোলা ইউনিয়নের দক্ষিণ মুক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পঞ্চপুকুর ইউনিয়ন, কচুকাটা ইউনিয়ন পরিষদ, আধুনিক সদর হাসপাতাল), জলঢাকা থানাঃ(জলঢাকা ট্রাফিক পুলিশের তৎপরতা,০১ নং গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ,চেকপোস্ট-১৭, বালাগ্রাম ইউনিয়ন পরিষদ, জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়, ০৮ নং খুটামারা ইউনিয়নের টেংগনমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোবাইল ফোন উদ্ধার) সহ জেলা জুড়ে পুলিশের তৎপরতা অব্যাহত।


বিজ্ঞাপন