পরিত্যক্ত ডাবের খোসা-টায়ার কেনার ঘোষণা মেয়র আতিকের

রাজধানী

নিজস্ব প্রতিনিধি : এডিস মশার লার্ভা ধ্বংসে, ডাবের খোসা, পরিত্যাক্ত টায়ার ও কমোড কেনার ঘোষণা দিয়েছেন, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। শনিবার (৭ আগস্ট) সকালে নিজ কার্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে এ ঘোষণা দেন তিনি।


বিজ্ঞাপন

প্রতিদিন সকাল ১০টা থেকে ১০ মিনিট, নিজ বাসা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সামাজিক আন্দোলন শুরুর আহবান জানান মেয়র।
বলেন, রামপুরা ও মিরপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। তাই সেখানে বাড়তি গুরুত্ব দিয়ে মশার ওষুধ স্প্রে করা হচ্ছে। জানান, প্রতি পিস ডাবের খোসা ৫ টাকা এবং পরিত্যক্ত টায়ার ও কমোড ৫০ টাকায় কিনবেন তিনি।

করোনা মহামারীর মধ্যেই দেশে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। পয়লা জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। হাসপাতালগুলোর আইসিইউতেও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ।