স্ত্রীর পরকীয়ার বলি হলেন শাহ আলম

অপরাধ

সাড়ে ৪ বছর পর রহস্য উদঘাটন করলো সিআইডি
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর বেলকুচি গ্রামের বেকারি দোকানের কর্মচারী শাহ আলম (৩৫) হত্যার রহস্য দীর্ঘ ৪ বছর ৭ মাস পর উদঘাটন করেছে সিআইডি পুলিশ। বৃহস্পতিবার সিআইডি অফিসে প্রেসব্রিফিং করে সিআইডির বিশেষ পুলিশ সুপার কামাল হোসেন এ তথ্য জানান।


বিজ্ঞাপন

বুধবার বিকেলে এ হত্যাকান্ডের মূল আসামি জুলহাস ওরফে জুলু মেম্বর (৫৭) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


বিজ্ঞাপন

ক্লু-লেস এ মামলা তদন্ত করে গ্রেফতারকৃত আসামির জবানবন্দী থেকে পুলিশ জানায়-তালাকপ্রাপ্তা এক নারীর তিনজন প্রেমিক ছিল।

প্রেমিকার কাছে বাকি দুজনকে আসতে নিষেধ করায় পরিকল্পিতভাবে বালিশচাপা দিয়ে খুন করা হয় শাহ আলম নামে অপর প্রেমিককে।

সিআইডি পুলিশের পরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, ২০১৭ সালের ২৭ জানুয়ারি বেলকুচি উপজেলার যমুনার চরাঞ্চলে ছোনের ভেতর থেকে দোকান কর্মচারী শাহ আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহ আলম উপজেলার বওড়া গ্রামের মৃত জামাল মোল্লার ছেলে।

ওইদিন নিহতের স্ত্রী মোছা. শিরিনা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে। পরবর্তীতে ক্লু-লেস এ মামলাটি সিআইডিকে হস্তান্তর করা হয়।

এরপর সিআইডি পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে তদন্ত কার্যক্রম চালিয়ে মুল আসামিকে গ্রেফতার করে। কিলিং মিশনের টার জনের অপর তিনজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।