চট্টগ্রামে ১২ হাজার ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : লোহাগাড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ১২,০২০ (বার হাজার বিশ) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি কাভার্ডভ্যান সহ ২ জন মাদক বিরোধী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

লোহাগাড়া থানার এসআই(নি:)পার্থ সারথী ও এসআই(নি:) মো: গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ গতকাল বৃহস্পতিবার ১২ : রাত ০৯.১০ টায় লোহাগাড়া থানাধীন চুনতিস্থ রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি কাভার্ডভ্যানসহ আসামী মো: ওসমান (২৩)’কে গ্রেফতার করে।
এসআই(নি:)/মো: গোলাম কিবরিয়া, সঙ্গীয় ফোর্সসহ একই তারিখ সন্ধ্যা ০৭.১০ টায় বর্ণিত স্থানে যাত্রীবাহী হিউম্যান হলার ম্যাজিক গাড়ীতে (লেগুনা) তল্লাশী চালিয়ে ২,০২০ (দুই হাজার বিশ) পিস ইয়াবাসহ আসামী মো: আক্তার ফারুক প্র: বেলাল (২৩)’কে গ্রেফতার করে।
এ সংক্রান্তে লোহাগাড়া থানায় পৃথক মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন