নিজস্ব প্রতিনিধি : এ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচার, চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ১২,০০০ (বার হাজার) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি এ্যাম্বুলেন্সসহ গ্রেফতার ০২ জন।
সুকৌশলে এ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচার করছে মর্মে সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার এসআই(নি:) উপন বড়ুয়া সঙ্গীয় অফিসার -ফোর্সসহ ১২/০৮/২০২১খ্রি: দুপুর ০২.৪৫ টায় চন্দনাইশ থানাধীন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ১২,০০০ (বার হাজার) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি এ্যাম্বুলেন্সসহ (রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ ছ-৭১-৩৬৭৭) আসামী ১। মোঃ সাগর(২৫) ও আসামী ২। মোরছালিম(২০)দ্বয়কে গ্রেফতার করে। এ সংক্রান্তে চন্দনাইশ থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।