কেএমপিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী বিষয়ক হেল্প ডেস্কের কর্মকর্তাদের প্রশিক্ষণ

অপরাধ

মামুন মোল্লা, খুলনা : মঙ্গলবার ১৭ আগস্ট, বিকাল সাড়ে ৩ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস. এম ফজলুর রহমান এর সভাপতিত্বে বিভিন্ন থানায় কর্মরত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী বিষয়ক হেল্প ডেস্কের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন কেএমপি’র বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোঃ শাহ্জাহান শেখ, পিপিএম এবং সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) শিপ্রা রানী দাস-সহ কেএমপি’র নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী বিষয়ক হেল্প ডেস্কে কর্মরত অফিসারবৃন্দ।