জালালাবাদে ধর্ষণের চেষ্টা মামলার গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : রবিবার ২২ আগস্ট রাত ১২ টা ১৫ মিনিটে বাদীনি (৫০), থানা- জালালাবাদ, জেলা -সিলেট কর্তৃক দাখিলকৃত অভিযোগ এর প্রেক্ষিতে জালালাবাদ থানার মামলা নং-২৩, তাং-২২/০৮/২০২১ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৪)(খ) তৎসহ ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড রুজু হয়।


বিজ্ঞাপন

উক্ত মামলার ভিকটিম (১০) কে গত ৪ জুন বিকাল অনুমান ৪ টার সময় ঘটনাস্থল অত্র জালালাবাদ থানাধীন নোয়াগাঁও দক্ষিণপাড়া মামলার এজাহারনামীয় ১নং আসামী লোকমান আহমদ(২০) পিতা-সিরাজুল ইসলাম, সাং-নোয়াগাঁও (দক্ষিণপাড়া), ৭নং ওয়ার্ড, ৭নং মোগলগাঁও ইউ/পি, থানা-জালালাবাদ, জেলা-সিলেট এর বসত ঘরে ভিকটিমকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ১নং আসামী লোকমান আহমদ(২০) ডেকে নিয়ে ওড়না দ্বারা দুই হাত বেধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা সহ উক্ত ঘটনাকে কেন্দ্র করে সে সহ পলাতক ২-৮নং এজাহারনামীয় আসামীগণ কর্তৃক বাদীনি পক্ষকে মারপিটের ঘটনায় সূত্রোক্ত মামলা রুজু হয়।


বিজ্ঞাপন

উক্ত ঘটনায় ধর্ষণের চেষ্টার শিকার ভিকটিম (১০) কে উদ্ধার করে বিধি মোতাবেক সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এর ওসিসি বিভাগে ভর্তি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ আসাদুজ্জামান উক্ত ঘটনায় জড়িত মামলার এজাহারনামীয় ১নং আসামী লোকমান আহমদ(২০) কে অদ্য ২২/০৮/২০২১ইং তারিখ গ্রেফতার করতঃ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

বিষয়টি মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।