বিশেষ প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ৯০,০০,০০০/- (নব্বই লক্ষ) টাকা মূল্যমানের ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গতকাল রবিবার ২২ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক ৭০০ মিটার উত্তর-পূর্ব দিকে আলীখাল সংলগ্ন নাফ নদীর তীরে কেওড়া বাগানে মাদক পাচারের উদ্দেশ্যে লুকায়িত রয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি এবং ব্যাটালিয়ন সদর হতে দুটি বিশেষ টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গমন করতঃ কেওড়া জঙ্গলে তল্লাশী অভিযান পরিচালনা করে।
তল্লাশীর এক পর্যায়ে আনুমানিক বিকাল সাড়ে ৩ টায় পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের কালো ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ৯০,০০,০০০/- (নব্বই লক্ষ) টাকা মূল্যমানের ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
ইয়াবা কারবারীদের আটকের নিমিত্তে বর্ণিত এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে পরবর্তী বিকাল ৫ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।
উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় ইয়াবা কারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।