নিজস্ব প্রতিনিধি : অভিযোগকারী মোঃ মনিরুজ্জামান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ে এই মর্মে প্রমাণসহ একটি অভিযোগ করেন যে তাকে Jenny’s জুতোর পরিবর্তে Genesis জুতো দেওয়া হয়। মঙ্গলবার শুনানি শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোণা জেলার সহকারী পরিচালক মোঃ শাহ আলম কর্তৃক অভিযুক্ত প্রতিষ্ঠান Jenny’s Netrokona কে প্রতিশ্রুত পণ্য না প্রদান করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ২০০০০(বিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। পরে নেত্রকোণা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি, নেত্রকোণা জেলার বিজ্ঞ জেলা প্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান মহোদয় অভিযোগকারীকে মোট জরিমানার ২৫% হিসেবে ৫০০০ টাকা প্রণোদনা প্রদান করেন।
ভোক্তা অধিকার লংঘনজনিত কারনে আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রামাণসহ অভিযোগ করুন
ad-netrokona@dncrp.gov.bd এই ইমেইল এ অথবা সরাসরি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (জেলা প্রশাসকের কার্যালয়, ২৩৯ নম্বর রুম) এ গিয়ে অভিযোগ করতে পারেন।