নিখোঁজ শিশু নুসরাতের খোঁজ মেলেনি আজও, শ্রীপুর থানায় জিডি

অপরাধ

নিজস্ব প্রতিনিধ : রাজাবাড়ি ইউনিয়নের পাবুরিয়া চালা গ্রামের নিজ বাড়ি থেকে নুসরাত সামিয়া (৩) নামে এক শিশু সাত দিন ধরে নিখোঁজ রয়েছে। এখনো সন্ধান মেলেনি শিশু নুসরাতের।


বিজ্ঞাপন

এ ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুর পিতা সুরুজ আলী মিয়া। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার এইচএম খন্দকার ইমাম বলেন।


বিজ্ঞাপন

শিশুর পিতা মোঃ সুরুজ মিয়া গত ৩০ আগষ্ট সোমবার সকালে মা শিশুকে গরব বসিয়ে রেখে মাঠ হতে গরু আনতে বেরিয়ে যায়। ঘরে ফিরে শিশুটি দেখা না পেয়ে আশেপাশে বিভিন্ন জায়গাতেও আত্মীয়স্বজনের বাসায়। খোঁজাখুঁজি করে শিশুটি সন্ধান পায়নি।

নুসরাত সামিয়ার গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল লাল চালার ও হলুদ রঙের গেঞ্জি।মা মাসুমা বেগম সন্তান পেতে ব্যাকুল। তিনি বলেন শিশু নুসরাত একটু কথা বলা শিখেছেন।

শিশুটির মা যাকে পাচ্ছেন তাকে সন্তানের সন্ধান পেতে অনুরোধ করছেন।গত রোববার শিশুটির ভাই মোঃ মাহফুজ গাজীপুর সিটি প্রেস ক্লাব হতে বোনের হয়ে সন্ধান চেয়ে অনুরোধ করেছেন।

শিশু নুসরাতের সন্ধান পেলে বাবা সুরুজ মিয়া।০১৯৯৪৭৬০৭৪ ও ভাই মাফুজ ০১৯৩৯৩৯০৪০৭ এর নাম্বারে যোগাযোগ এর জন্য অনুরোধ জানিয়েছেন।

পুলিশ জানায় শিশু নুসরাত নিখোঁজ হওয়ার বিষয়টি থানায় জিডি হয়েছে। নুসরাত সামিয়ার সন্ধান পেতে পুলিশি তৎপরতা আছে অব্যাহত আছে।