নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩ টা ১৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে ৫ জনের একটি বিশেষ টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে বিজিবি টহলদল রাজশাহী জেলার বাঘা থানাধীন বারশিপাড়া নদীর পাড় এলাকা থেকে ১,৪৮৫ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫,৯৪,০০০/- (পাঁচ লক্ষ চুরানব্বই হাজার) টাকা।
উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।