স্বাস্থ অধিদপ্তরের কর্মকর্তার মাতুয়াইলের মা ও শিশু স্বাস্থ কার্যক্রম পরিদর্শন

স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার অধীনস্থ সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজির কর্মকর্তাগন শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল এ মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম প্রসারের অংশ হিসেবে জন্মের পর নবজাতকের থাইরয়েড হরমোন পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।


বিজ্ঞাপন

এ সময় উক্ত ইন্সটিটিউট হাসপাতালের নবজাতক রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মুজিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে গাইনী ও শিশু বিভাগে উক্ত কার্যক্রম পরিদর্শন করেন এবং উপস্থিত সকল চিকিৎসক ও নার্সকে এই কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ সুস্থ্য-সবল জাতি গঠনে স্বাস্থ্য অধিদপ্তরের এই মহতী উদ্যোগ সফল করতে আহ্বান জানান।


বিজ্ঞাপন

নবজাতকের থাইরয়েড হরমোন জানার মাধ্যমে দ্রুততম সময়ে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের দ্বারা জন্মগত থাইরয়েড রোগ সমস্যার সমাধান করা সম্ভব।


বিজ্ঞাপন