শরীয়তপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়, শরীয়তপুরে জেলা পুলিশের আগস্ট/২০২১ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং জেলার সকল প্রকার অপরাধ নিবারন ও করোনা ভাইরাস প্রতিরোধ সহ জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শরীয়তপুর, তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরীয়তপুর, আখতার হোসেন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুর, মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, জাজিরা থানা, শরীয়তপুর, অবনী শংকর কর, অফিসার ইনচার্জ, নড়িয়া থানা, শরীয়তপুর, আসাদুজ্জামান হাওলাদার, অফিসার ইনচার্জ, সখিপুর থানা, শরীয়তপুর, মোল্লা সোহেব আলী, অফিসার ইনচার্জ, গোসাইরহাট থানা, শরীয়তপুর, মোঃ আনোয়ারুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিঃ), অপরাধ শাখা, পুলিশ সুপারের কার্যালয়, শরীয়তপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

শরীয়তপুর জেলা পুলিশের আগস্ট-২০২১ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হলো,
আগস্ট/২০২১ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যানঃ আগস্ট/২০২১ খ্রিঃ মাসের সর্বমোট রুজুকৃত মামলা- ১০২ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা- ২১৩ জন, সর্বমোট যানবাহনের মামলা- ১৮১ টি, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়- ৬,৩৬,৩৫০/- টাকা এবং সর্বমোট- ৭৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৪৭৫ গ্রাম গাজা এবং ৩৫ পুড়িয়া হেরোইন উদ্ধার।