নিজস্ব প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার অধীনস্থ সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজির কর্মকর্তাগন শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল এ মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম প্রসারের অংশ হিসেবে জন্মের পর নবজাতকের থাইরয়েড হরমোন পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উক্ত ইন্সটিটিউট হাসপাতালের নবজাতক রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মুজিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে গাইনী ও শিশু বিভাগে উক্ত কার্যক্রম পরিদর্শন করেন এবং উপস্থিত সকল চিকিৎসক ও নার্সকে এই কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ সুস্থ্য-সবল জাতি গঠনে স্বাস্থ্য অধিদপ্তরের এই মহতী উদ্যোগ সফল করতে আহ্বান জানান।

নবজাতকের থাইরয়েড হরমোন জানার মাধ্যমে দ্রুততম সময়ে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের দ্বারা জন্মগত থাইরয়েড রোগ সমস্যার সমাধান করা সম্ভব।