বগুড়ার চাঞ্চল্যকর মিনতি হত্যা মামলার আসামী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বগুড়া গাবতলী থানার মামলা নং-০৪ ,তারিখ ০৮/০৯/২০২১ ইং, ধারা ৩০২/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় ৩। আসামী শ্রী নয়ন কুমার কে গত মঙ্গলবার ২১ সেপ্টেম্বর রাত্রি অনুমান ১ টা ৩০ মিনিটে আসামী নয়নের নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করলো পিবিআই বগুড়া জেলা।


বিজ্ঞাপন

ডিসিসিড শ্রীমতি মিনতি রানীর (২২) বগুড়া জেলার সোনাতলা থানাধীন হাসরাজ গ্রামের শ্রী ভবেশ প্রাং এর কন্যা।


বিজ্ঞাপন

গত ১০/১২/২০১৬ তারিখে অত্র মামলার এজাহার ভুক্ত আসামী শ্রী মিলন কুমার সরকার (২৭), পিতাঃ মৃত তরনী কান্ত সরকার, মাতা-শ্রীমতি নমিতা রানী সরকার, সাং- হাতিবান্দা, থানা-গাবতলী, জেলা-বগুড়ার সহিত ডিসিসিড শ্রীমতি মিনতি রানীর (২২) বিবাহ হয়।

বিবাহের সময় ডিসিসিড শ্রীমতি মিনতি রানীর পিতা-মাতা তাদের জামাই এজাহার ভুক্ত আসামী মিলন কে নগদ ১,২০,০০০/-টাকা ও ডিসিসিড শ্রীমতি মিনতি রানীকে দেড় ভরি স্বর্নের গয়না প্রদান করে।

ডিসিসিড শ্রীমতি মিনতি রানীর মাতা পূর্ব হইতে একটি দামড়া গরু প্রতিপালন করে, সেই গরুটি তিনি গত কুরবানীর সময় ৭৩,০০০/- (তিয়াত্তর হাজার) টাকা বিক্রয় করে।

বিষয়টি জানার পর আসামী শ্রী মিলন কুমার সরকার ডিসিসিড শ্রীমতি মিনতি এর নিকট ব্যবসা করার জন্য উক্ত টাকা দাবী করে এবং তাকে তার মায়ের নিকট হতে উক্ত টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে।

এক পর্যায়ে ডিসিসিড শ্রীমতি মিনতি তার স্বামীর দাবীকৃত টাকা দিতে ব্যার্থ হলে আসামী শ্রী নয়ন চন্দ্র সরকারের সহযোগিতায় অত্র মামলার১/২ নং আসামী ডিসিস্ডি শ্রীমতি মিনতি রানীকে গত ২৬ জুলাই রাত্রি ৭ টার সময় মারধর করে আহত করে এবং বালিশ চাপা দিয়ে হত্যা করে।

উক্ত ঘটনায় ডিসিসিড শ্রীমতি মিনতি রানীর মাতা শ্রীমতি মধু বালারানী, স্বামীঃ শ্রীভবেশ প্রাং, সাং- হাসরাজ, থানা- সোনাতলা, জেলা-বগুড়া বাদী হয়ে ডিসিসিড শ্রীমতি মিনতি রানীর স্বামীসহ ৪ জনকে আসামী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই বগুড়া জেলা কে নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের আদেশে পিবিআই বগুড়া জেলা মামলাটির তদন্ত কার্যক্রম শুরু করে।

আদালতের নিদের্শে পুলিশ সুপার পিবিআই বগুড়া জেলা এর হাওলা মতে পুলিশ পরিদর্শন (নিঃ) মোঃ আনোয়ার হোসেন বিধি মোতাবেক মামলাটির তদন্তভার গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করেন।

ডিআইজি পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বিপিএম (বার) পিপিএম, এর সঠিক তত্ত্ববধান ও দিক নির্দেশনায় পিবিআই বগুড়া জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন এর সার্বিক সহযোগিতায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শন (নিঃ) মোঃ আনোয়ার হোসেন গত মঙ্গলবার ২১ সেপ্টেম্বর রাত্রি অনুমান ১ টা ৩০ মিনিটে এজাহার নামীয় ৩। আসামী শ্রী নয়ন কুমার কে তার নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করে।

এ বিষয়ে পিবিআই বগুড়া জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন জানান, দায়িত্ব পাওয়ার পর আমরা দীর্ঘ সময় তদন্ত করে এজাহার নামীয় ৩। আসামী শ্রী নয়ন কুমার কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী শ্রী নয়ন কুমার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করলে গত মঙ্গলবার ২১ সেপ্টেম্বর বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।